• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কিশোরগঞ্জে করোনায় একজনের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জুলাই ২০২১  

করোনায় আক্রান্ত আতিকুল ইসলাম ওরফে দুলু(৪১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার(৩ জুলাই) সকালে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

আতিকুল ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে। 

সুত্র জানায়, অসুস্থ্য অবস্থায় গত ২২জুন কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন আতিকুল। অবস্থার অবনতি হওয়ায় ২৪জুন তাকে স্থানান্তর করা হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে করোনার নমুনায় রংপুর পিসিআর ল্যাবে যান্ত্রিক ত্রুটি থাকায় নমুনা ঢাকায় প্রেরণ করা হয়। গত ১ জুলাই ঢাকার রির্পোটে পজিটিভ আসলে তাকে করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে মারা যান আতিকুল। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফি মাহমুদ জানান, এ নিয়ে তিনজন করোনায় মারা গেলে কিশোরীগঞ্জ উপজেলায়। এরমধ্যে বড়ভিটায় একজন, পুটিমারীতে একজন এবং সবশেষ মাগুড়ায় একজন।

এছাড়া আজকে উপজেলার র‌্যাপিড এন্টিজেন টেস্টে একজনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৯৬ জন। সুস্থ্য হয়েছেন ৮১ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৮জন।