• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

নীলফামারীতে করোনায় আরো একজনের মৃত্যু 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জুলাই ২০২১  

করোনা ভাইরাস সংক্রমনে নীলফামারীতে আক্রান্ত হয়ে নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা জেলার একদিনে সর্বোচ্চ আক্রান্ত রেকর্ড। এর আগে গত ৩ জুলাই জেলায় ৫০জন করোনা পজিটিভ ও  কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের আতিকুল ইসলাম ওরফে দুলু(৪১) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা যান। 

গতকাল সোমবার(৫ জুলাই/২০২১) রাত সাড়ে ১০টায় ৭১ জন আক্রান্ত ও ১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির। তিনি জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা,দিনাজপুর,রংপুর ও জেলার ৬ উপজেলারগুলির র‌্যাপিড এন্টিজেন টেস্টে ২১৮টি নমুনা পরীক্ষার রির্পোটে ৭১ জনের করোনা পজিটিভ হয়। জেলা শনাক্তের হার ৩২.৫৬ শতাংশ।
এতে জেলা সদরে ৩৬ জন, ডোমার উপজেলায় ১০ জন, ডিমলা উপজেলায় ২ জন, জলঢাকা উপজেলায় ৭ জন ও সৈয়দপুর উপজেলায় ১৬ জন।

এদিকে আজ সোমবার দুপুরে জেলা সদর উপজেলার সংগলশী কাজি হাট গ্রামের আব্দুল মজিদ (৬৪) জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতুবরন করেন। তিনি গত ৩০ জুন করোনা পজেটিভ হন। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় ৩৮ জনের মৃত্যু হলো।