• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ডিমলা বাস শ্রমিকদের মাঝে শুকনা খাবার বিতরণ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জুলাই ২০২১  

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে দেশে সকল গণ পরিবহন বন্ধ রয়েছে। শ্রমিকদের খাদ্য সংকট না হয় এজন্য দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত নীলফামারীর ডিমলা উপজেলার একশ জন বাস শ্রমিকদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। 

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে গতকাল বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রত্যেকের মাঝে ৫ কেজি চাউল, ১ কেজি মসুর ডাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবণ তিরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভ‚মি) মানোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন এর সভাপতি হাবিবুর রহমান খান লোহানী, সাধারাণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।