• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জুলাই ২০২১  

বাংলাদেশ সেনাবাহিনী ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে দরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(৮ জুলাই/২০২১) দুপুরে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের কিসামত ভুটিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৭০টি পরিবারের মাছে এই সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ৫কেজি, আটা ২কেজি, ডাল ১কেজি, তেল ১লিটার, লবণ ১ কেজি সহ মাস্ক ও প্রয়োজনীয় জিনিসপত্র। 

১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন তানজিম আহমেদ শাকিল উপস্থিত থেকে এসব বিতরন কালে জানান, সেনাবাহিনীর নিজস্ব উদ্বৃত রেশন থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। 

এ সময় পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমতাজ উদ্দিন, ওয়ার্ড সদস্য রমানাথ রায় ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শান্তি পদ রায় উপস্থিত ছিলেন। 

এসময় করোনা প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করেন তারা।