• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সৈয়দপুরের প্রত্যন্ত এলাকায় হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জুলাই ২০২১  

সৈয়দপুরের প্রত্যন্ত এলাকায় হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা। বাবুই পাখি সাধারণত তালগাছের চূড়ায় বাসা বাঁধে। বাবুই পাখির বাসা গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী দৃশ্য।

তালগাছের পাতার নিচের অংশে বাসা তৈরি করে এ পাখি। বাসায় প্রবেশ ও বের হওয়ার জন্য রয়েছে একাধিক দরজা, বাসার ভেতর একটু গোবর রাখা হয়, তার ভেতর জোনাকি পোকার মাথাটি ঢুকিয়ে বাসা আলোকিত করা হয়।

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, বৃক্ষ নিধন, অবাধে কীটনাশক ব্যবহার, শিকারিদের দৌরাত্ম্য এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এসব পাখি বিলুপ্তির পথে। তাই হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসাও।