• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মানুষজনকে ঘরে রাখতে নীলফামারীতে সেনাবাহিনীর মোড়ে মোড়ে চেকপোস্ট   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুলাই ২০২১  

কোভিট-১৯ সংক্রমণ রোধে মানুষজনকে ঘরে রাখতে লকডাউনের নীলফামারীতে সেনাবাহিনীর কঠোর অবস্থানে দেখা যাচ্ছে। বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তারা লোক চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে সড়কগুলোতে রিক্সা চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার(১০ জুলাই) সকাল থেকে জেলা শহরে বিভিন্ন সড়কে সেনাবাহিনীর চেকপোস্টের পাশাপাশি পুলিশ ও  বিজিবি সদস্যরা বিধি-নিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছেন।

এদিকে দুই সপ্তাহব্যাপী এই লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হতে মাইকে প্রচারনা করা হচ্ছে। জেলার বেশ কয়েকটি সড়ক ঘুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা যায়। মোড়ে মোড়ে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে; চেকপোস্ট বসানো হয়েছে। 

সেনাবাহিনীর ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন তানজিম আহমেদ শাকিল জানান, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দিচ্ছিনা আমরা। সড়কে থামিয়ে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন- এমন সব প্রশ্নের পর যৌক্তিক জবাব দিতে পারলেই সাধারণ মানুষকে গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে। না হয় ফিরিয়ে দেওয়া হচ্ছে সবাইকে নিজবাড়িতে।