• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

গরম পানি নিক্ষেপে গৃহবধূর শরীর ঝলসে দিল প্রতিপক্ষ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জুলাই ২০২১  

নীলফামারীর কিশোরগঞ্জে গরম পানি নিক্ষেপে তহমিনা বেগম নামের এক গৃহবধূর শরীর ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার (১৮ জুলাই) এ ঘটনায় গৃহবধূর স্বামী ওহিদুল ইসলাম বাদী হয়ে আটজনের নামে মামলা করেছেন। এর আগে শুক্রবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার পানিয়ালপুকুর কাচুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, গোসলের পানি গড়িয়ে প্রতিবেশী লাল বাবুর রান্নাঘরের পাশে যায়। এতে দুই পরিবারের মধ্যে শুক্রবার সকালে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। তারা আমাদের গোসলখানা ঘেরা পলিথিন ও কাপড় ছিঁড়ে মাটিতে ফেলে দেন। এতে বাধা দেয়ায় প্রতিপক্ষের লোকজন আমি ও আমার স্বামী ওহিদুল ইসলামকে মারধর করেন।

এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাল বাবু রান্নাঘর থেকে গরম পানি এনে আমার শরীরে নিক্ষেপ করেন। এতে আমার শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা আমাদের আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শরীফ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।