• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীতে করোনায় প্রাণ গেল ৬ জনের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুলাই ২০২১  

নীলফামারী জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। এ সময় নতুন করে ৫১ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) সকালে নীলফামারীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া ৬ জনের মধ্যে নীলফামারী সদর উপজেলার ২ জন, ডোমার উপজেলার ১ জন, জলঢাকা উপজেলার ২ জন এবং সৈয়দপুর উপজেলার ১ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত জেলায় ২ হাজার ৯০৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নীলফামারী সদর উপজেলায় ১ হাজার ৬১১ জন, সৈয়দপুরে ৪৮৯ জন, ডোমারে ২২০ জন, ডিমলায় ১৫৫ জন, জলঢাকায় ৩০৮ জন এবং কিশোরগঞ্জে ১২৪ জন। 

বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতাল, উপজেলা হাসপাতাল ও বাড়িতে মোট ৫৮৪ জন চিকিৎসাধীন আছেন। জেলায় নতুন ৬ জনসহ ৫৪ জন মারা গেলেও সুস্থ হয়েছেন ২ হাজার ২৫১ জন।