• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীতে একদিনে নতুন করে আরও ৭৫ জন করোনা আক্রান্ত 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুলাই ২০২১  

নীলফামারীতে  গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে ১ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া কোয়ারেন্টাইন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৪২ জন। সোমবার (২৬ জুলাই) সকালে নীলফামারী সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

জেলায় নতুন আক্রান্ত ৭৫ জন নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২২৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ৬০৭ জন। এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ৬৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৫৩১ জন রোগী।

নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, মহামারি কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসন  মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে। এ ছাড়াও লকডাউন বাস্তবায়নে কাজ করছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন। তাদের পাশাপাশি মাঠে রয়েছেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।