• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

জলঢাকায় অসহায়দের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জুলাই ২০২১  

নীলফামারী জলঢাকার উপজেলায় কঠোর লকডাউনের কারণে অসহায় ও দিন মজুর মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার(২৯ জুলাই) সকাল ১১টায় জলঢাকা উপজেলা পরিষদ চত্বরে সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় এবং রংপুর খোলাহাটি ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আয়োজনে সেনাবাহিনীর নিজস্ব খাদ্য ভান্ডার থেকে ১০০ টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল,ডাল,লবন,তেল,সাবান। 

বিতরণের সময় উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন ইফানা বিনতে সারোয়ার, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, সহকারী কমিশনার (ভ‚মি) সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ প্রমুখ। 

জানা যায়, কঠোর লকডাউনের কারণে অসহায় ও দিন মজুর মানুষেরা বিভিন্ন ধরনের সংকটে জীবনযাপন করছেন। এই সংকট মোকাবিলায় কঠোর বিধি নিষেধের কারণে কর্মহীন গরিব,দুস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।