• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ডিমলায় সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জুলাই ২০২১  

নীলফামারীর ডিমলা উপজেলায় চলমান কঠোর লকডাউনে অসহায় ও প্রতিবন্ধী মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার(৩১ জুলাই/২০২১) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় এবং রংপুর খোলাহাটি ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আয়োজনে সেনাবাহিনীর নিজস্ব খাদ্য ভান্ডার থেকে ৫০টি পরিবারের মাঝে চাল,ডাল,লবন,তেল,সাবান খাদ্যসামগ্রী বিতরণ করেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন ইফানা বিনতে সারোয়ার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়।
 
বিতরণকালে ক্যাপ্টেন ইফানা বিনতে সারোয়ার তিনি বলেন, কঠোর লকডাউনের কারণে অসহায় ও দিনমজুর মানুষেরা বিভিন্ন ধরনের সংকটে জীবনযাপন করছেন। এই সংকট মোকাবিলায় কঠোর বিধি নিষেধের কারণে কর্মহীন গরিব, দুস্থ ও অসহায় এবং প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 

উল্লেখ যে, এর আগে চলমান লকডাউনে বাংলাদেশ সেনাবাহিনী নীলফামারী সদর ও জলঢাকা উপজেলায় ১শ করে মোট দুইশ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।