• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সৈয়দপুরে ২০ বছর বয়সী ছেলের সঙ্গে ৪৫ বছর বয়সী বিধবা নারীর বিয়ে   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ আগস্ট ২০২১  

নীলফামারীর সৈয়দপুরে বিকি হোসেন নামে এক ২০ বছরের যুবকের সঙ্গে আফসানা নামে এক বিধবা নারীর বিয়ের ঘটনা ঘটেছে। ওই নারী সম্পর্কে যুবকের প্রতিবেশী খালা হন। গত রোববার রাতে শহরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

বিকি হোসেন রসুলপুর পাওয়ার হাউস সংলগ্ন এলাকার ওয়াসিম আলীর ছেলে। আফছানা একই এলাকার ভ্যানচালক আজাদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই বছর আগে আফছানার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর আফসানা এক ছেলে ও মেয়ে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকেন। সম্প্রতি মেয়ের বিয়ে দিয়েছেন। তার ছেলের বয়স ১৬ বছর। এরই মধ্যে প্রায় ৪ মাস ধরে বিকি হোসেনের সঙ্গে বিধবা আফসানার প্রেম চলছিল বলে জানা যায়। ঘটনার দিন রাতে বিকি হোসেন ওই বিধবা নারীর ঘরে যায়। টের পেয়ে আফছানার ভাশুর ঘরে তালা দিয়ে প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা এসে আফছানা ও বিকিকে ঘরের তালা খুলে বের করে মারপিট করেন। পরে ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলরের উপস্থিতিতে কাজী ডেকে তাদের বিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক বলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসী তাদের আটক করে। পরে এলাকাবাসীর সিদ্ধান্তেই তাদের বিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।