• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে গ্রেপ্তার অপহরণকারী, উদ্ধার হলো ভালুকার ছাত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ আগস্ট ২০২১  

ময়মনসিংহের ভালুকা মডেল থানার অপহরণ মামলার আসামি মো. রনিকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। ভালুকা মডেল থানা পুলিশ গতকাল সোমবার (২ আগস্ট) রাতে নীলফামারী সদরের নাগর ধারোইনী থেকে তাকে গ্রেপ্তার করে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ওই মামলার ভিকটিম অপহৃত অষ্টম শ্রেণির শিক্ষার্থীকেও। মো. রনি নীলফামারী সদরের চড়াইখোলা বসুনিয়াপাড়ার আকরামুল বসু মিয়ার ছেলে।

মামলা ও থানা সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর খিলবাড়ি এলাকায় জনৈক মতিন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন মো. রনি। এই সুবাদে তিনি প্রতিবেশী ওই অষ্টম শ্রেণির ছাত্রীকে রাস্তায় পেয়ে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে প্রেমের প্রস্তাব দিতেন। পরে ওই শিক্ষার্থী বিষয়টি তার পরিবারকে জানায়। এদিকে শিক্ষার্থীর ভগ্নিপতি ঘটনাটি জানতে পেরে তিনি মো. রনিকে ওই বিষয়ে সতর্ক করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মো. রনি শিক্ষার্থীকে অপহরণের হুমকি দেন। গত বুধবার (২৮ জুলাই) সকালে ওই শিক্ষার্থী তার বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে গেলে মো. রনি তার অন্যন্য সহযোগীদের নিয়ে তাকে উপজলার হরিবাড়ি ইউনিয়নের ঢালীবাড়ি মোড় থেকে অপহরণ করে একটি গাড়িতে মেয়েটিকে তুলে নিয়ে যান। পরে ওই ঘটনায় অপহৃতার ভগ্নিপতি বাদী হয়ে গতকাল সোমবার (২ আগস্ট) ভালুকা মডেল থানায় একটি মামলা করেন। মামলায় রনিসহ অজ্ঞাত পরিচয়ের আরো ৩-৪ জনকে আসামি করা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার এসআই মোস্তফা রুবেল জানান, ভালুকা মডেল থানার অপহরণ মামলার আসামি মো. রনিকে নীলফামারী সদর থানা পুলিশের সহায়তায় নীলফামারী সদরের নাগর ধারোইনী থেকে গ্রেপ্তার এবং একই সঙ্গে ওই মামলার ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।