• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সৈয়দপুরের গ্রামীণ জনপদ থেকে হারিয়ে যাচ্ছে কাশফুল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ আগস্ট ২০২১  

সৈয়দপুরের গ্রামীণ জনপদ থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে কাশবন। একসময় গ্রামের ঝোপঝাড়, রাস্তা-ঘাট ও নদীর দুই ধারসহ বিভিন্ন স্থানে কাশফুল দেখা গেলেও এখন তেমনটা আর চোখে পড়ে না।

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম বলেন, এ কাশবন চাষে বাড়তি পরিচর্যা ও সার প্রয়োগের প্রয়োজনও নেই। নিজ থেকে অথবা বীজ ছিটিয়ে দিলেই কাশবনের সৃষ্টি হয়ে থাকে। কাশবনের ব্যবহার বহুবিধ। চারাগাছ একটু বড় হলেই এর কিছু অংশ কেটে গরু-মহিষের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়।

কাশ দিয়ে গ্রামের নারীরা ঝাটা, ডালি, দোন তৈরি করে থাকেন। কৃষকরা ঘরের ছাউনি হিসেবেও ব্যবহার করে থাকেন।