• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

মুজিববর্ষ: ডিমলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি পেল ৫০ পরিবার 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ আগস্ট ২০২১  

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘরের চাবি পেলেন নীলফামারীর ডিমলা আরও ৫০ পরিবার। গতকাল বৃহস্পতিবার(১৯ আগষ্ট/২০২১) বিকালে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ছাতুনামা কেল্লা পাড়া গ্রামের ৫০টি ভূমিহীন ও গৃহনীয় পরিবারকে ঘরের চাবী তুলে দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়।

আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ২য় পর্যায়ে ২য় ফেজ উপজেলার ৫০টি পরিবারকে ১ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে সরকারী খাস জমিতে আধাপাকা ঘর নির্মান করে দেয়া হয়। প্রতিটি ভুমিহীন ও গৃহনীয় পরিবারের জন্য বরাদ্দ রয়েছে ২লাখ ৫হাজার টাকা।

এ সময় ত্রান শাখার উপ-প্রকৌশলী ফেরদৌস আলম, ঝুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, ইউপি সদস্য, সুবিধাভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন।