• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে জনসম্মুখে পোড়ানো হলো ২ লাখ টাকার কারেন্ট জাল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১  

নীলফামারীর ঢেলাপীড় হাটে নিষিদ্ধ ২০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করার পর পুড়ে ফেলা হয়েছে জনসম্মুখে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই জাল পুড়ে ফেলা হয়। আজ মঙ্গলবার (৩১ আগস্ট/২০২১) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢেলাপীড় হাটে অভিযান চালানো হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার এর নেতৃত্বে। এ সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় যার মুল্য দুই লাখ টাকা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার বলেন, কারেন্ট জাল মালিকরা পালিয়ে গেলেও জসম্মুখে এসব জাল পুড়ে ফেলা হয়। তিনি বলেন, নিষিদ্ধ কারেন্ট জাল যেখানে পাওয়া যাবে সেখানে অভিযান পরিচালনা করা হবে। 

এ ​সময় নীলফামারী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আখতার ও নীলফামারী থানার উপ-পরিদর্শক(এসআই) মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন।