• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

লাভজনক হওয়ায় সৈয়দপুরে কৃষকরা কলা চাষে ঝুঁকছেন 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১  

অন্যান্য ফসলের চেয়ে কলা চাষ লাভজনক হওয়ায় সৈয়দপুরে কৃষকরা এ চাষে ঝুঁকছেন। ফলে প্রতি বছরই কলা চাষের জমির পরিমাণ বাড়ছে।

জানা যায়, উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙালিপুর ও বোতলাগাড়ি ইউনিয়নে কলার চাষ করা হচ্ছে। এসব জমিতে মেহের সাগর, নেপালি সাগর, চিনি চম্পা প্রভৃতি জাতের কলা চাষ হচ্ছে।

কৃষক আব্দুল কাদের, সাফায়েত আলী জানান, চারা রোপণের ৯-১১ মাসের মধ্যে কলা বিক্রির উপযোগী হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, কৃষকরা কলা চাষে আগ্রহী হয়ে উঠছেন। কৃষি বিভাগ থেকে তাদের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।