• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

সৈয়দপুরে আধুনিক প্রযুক্তিতে চাষ হচ্ছে দেশি মাছ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১  

সৈয়দপুরে আধুনিক প্রযুক্তিতে দেশি মাছ চাষ করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে প্রদর্শনী পুকুরে শিং, মাগুর, পাবদা, গলদা চিংড়ি, গুলশা ইত্যাদি মাছের চাষ হচ্ছে।

মাছচাষি মোহেবুল্লাহ সরকার জানান, তিনি ৪০ শতক পুকুরে মাছ চাষ করেছেন। তার আশা খরচ বাদে প্রায় ১ লাখ ৬৪ হাজার টাকা লাভ থাকবে।

উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা সানী খান মজলিস জানান, চাষিদের পোনা মাছ ও খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

রংপুর বিভাগের মত্স্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) উপপ্রকল্প পরিচালক বদরুজ্জামান মানিক জানান, এ বিভাগে ৫৭৩টি পুকুরে দেশি মাছ আধুনিক প্রযুক্তিতে চাষ করা হচ্ছে।