• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১  

মোটরসাইকেল চুরি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. হেলালকে(৩৬) গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর/২০২১) রাতে সদরের কচুকাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শহরের সওদাগড় পাড়া এলাকার মৃত. হাসান মিস্ত্রির ছেলে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। 

পুলিশ জানায়, ২০১০সালের ১৮মার্চ শহরের নিউবাবুপাড়া এলাকার মাহবুব-উর-রহমানের একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মামলা হলে হেলালকে গ্রেফতার পুর্বক মোটরসাইকেল উদ্ধার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। গ্রেফতারের পর আদালত থেকে জামিনে মুক্ত হয়ে ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থাকেন হেলাল।  এরই মধ্যে ২০১৬ সালের ২৮সেপ্টেম্বর বিজ্ঞ আদালত তার দুই বছর সশ্রম কারাদন্ড ও চার হাজার টাকা জরিমানা করে রায় প্রদান করেন। আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় নীলফামারী থানা পুলিশের একটি দল  তাকে গ্রেফতার করে। 

নীলফামারী থানার পরিদর্শক(তদন্ত) মাহমুদ-উন নবী বিষয়টি নিশ্চিত করেন।