• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে নীলফামারী যুবলীগের নানা কর্মসুচি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১  

জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার ও ক্রাউন জুয়েল (মুকুটমনি) সম্মানে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নীলফামারী জেলা শাখা।

গতকাল রবিবার(২৬ সেপ্টেম্বর/২০২১) বিকালে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে উপকরণগুলি তুলে দেন প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক। 

জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন বাপীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ স¤পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুর ইসলাম রিন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফি সবুজ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ। 

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদের জানান, জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার ও ক্রাউন জুয়েল (মুকুটমনি) সম্মানে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও তার ৭৫  তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরে ৭৫টি বিভিন্ন প্রকারের গাছের চারা, ৭৫ জন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, ৭৫ জন যুব নারী কর্মীর মাঝে আর্থিক সহায়তা ও ৭৫জন যুবলীগ নেতাদের মাঝে "বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী" বই বিতরণ করা হয়।