• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

অধিক লাভের আশায় আগাম আলু চাষে ব্যস্ত সৈয়দপুরের চাষীরা 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১  

সৈয়দপুরে আগাম জাতের আলু চাষে ব্যস্ত কৃষক। স্বল্প সময়ে অধিক লাভের আশায় কৃষকরা আউশ ধান ওঠার পরপরই আলু আবাদে মাঠে নেমে পড়েছেন।

উপজেলার চওড়া ডাঙ্গা গ্রামের কৃষক বীরের চন্দ্র বলেন, আমি পাঁচ বিঘা জমিতে আগাম জাতের আলু লাগাচ্ছি। কৃষক ফয়জুল ইসলাম জানান, এক বিঘায় ২৫ হাজার টাকার মতো খরচ হয়। বিঘাপ্রতি ৩০-৩৫ মণ আলু উত্পাদন হয়ে থাকে। এবার আবহাওয়া অনুকূলে রয়েছে। সে কারণে ভালো ফলনের আশা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, রোপণের ৫৫-৫৮ দিনের মধ্যে এই আলু উত্তোলন করা যায়। ভালো ফলন এবং ভালো দাম পেয়ে থাকেন কৃষকরা।