• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ভারত বাংলাদেশ সীমানা পিলার নির্ধারন বিষয়ে ডিমলায় মতবিনিময় সভা   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ নভেম্বর ২০২১  

নীলফামারীর ডিমলায় ভারত ও বাংলাদেশের ডিমলা উপজেলার চরখড়িবাড়ী ও কিসামত ছাতনাই এলাকার সীমানা পিলার নির্ধারন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রবিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভ’মি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন।

স্বরেজমিন পরিদর্শন শেষে মহাপরিচালক জানান, আগামী ১৭ নভেম্বর ২০২১ তারিখ থেকে দুদেশের প্রতিনিধিদের সমন্বয়ে সীমানা পিলার নির্ধারনের কাজ শুরু করা হবে।

এ সময় উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান, নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুর রহমান, ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ইবনুল আবেদিন, রংপুর জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ আজমল হোসেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, পুর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।