• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল ৮৭ জন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১  

নীলফামারী পৌরসভা নির্বাচনে ৮৭জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরমধ্যে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ২২জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৬১জন রয়েছেন।

রির্টানিং অফিসারের কার্যালয় সুত্র জানায়, মেয়র পদে আওয়ামীলীগের হয়ে বর্তমান মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্বতন্ত্র হিসেবে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বুলেট, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম ও পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন।

কাউন্সিলর পদে দাখিলকৃতদের মধ্যে রয়েছে ১নং ওয়ার্ডে ১৪জন, ২নং ওয়ার্ডে ৩জন, ৩নং ওয়ার্ডে ৭জন, ৪নং ওয়ার্ডে ৮জন, ৫নং ওয়ার্ডে ৪জন, ৬নং ওয়ার্ডে ৮জন, ৭নং ওয়ার্ডে ৬জন, ৮নং ওয়ার্ডে ৪জন এবং ৯নং ওয়ার্ডে ৭জন।

সংরক্ষিত নারী কাউন্সিলরের তিনটি ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৮জন, ২নং ওয়ার্ডে ৭জন এবং ৩নং ওয়ার্ডে ৭জন রয়েছেন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ জামান বলেন, ৪ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাই, ১১ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন, ১২ নভেম্বর প্রতিক বরাদ্দ এবং ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, ৩৮হাজার ১৩৪জন ভোটার রয়েছে এই পৌরসভায়। এরমধ্যে পুরুষ ১৭হাজার ৪১৬জন এবং নারী ভোটার রয়েছেন ২০হাজার ৭১৮জন। ১৪টি কেন্দ্রের ৯২টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

তিনি জানান, এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এই পৌরসভায়। নির্বাচনের আগে মগ ভোটিং দেখানো হবে ভোটারদের।