• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীতে বাবার ছয়বারের পর টানা চারবারের চেয়ারম্যান হলেন ছেলে 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১  

নীলফামারী সদরের লক্ষিচাপ ইউনিয়নে টানা চতুর্থ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. আমিনুর রহমান। ওই প্রতীক নিয়ে তার বাবাও ছয় বার চেয়ারম্যান হয়েছেন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামচরণ রায়কে তিনি ১০৪ ভোটে পরাজিত করে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে সদর উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রির্টানিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বেসরকারিভাবে ওই ফলাফল ঘোষণা করেন।

আমিনুর রহমান চলতি বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি পান মোট ছয় হাজার ৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (মোটরসাইকেল) শ্যামচরণ রায় পান পাঁচ হাজার ৯৫২ ভোট। 

অন্যদিকে নৌকার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা পেয়েছেন মাত্র ৮৮১ ভোট।

আমিনুর রহমান বলেন, ১৯৯৭ সাল থেকে টানা চার বার আনারস প্রতীক নিয়ে জয় লাভ করেছি। এবারও নানা প্রতিকূলতার মাঝে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। আনারস প্রতীক নিয়ে আমার বাবা মরহুম ওসমান গণি ছয়বার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

তিনি আরো জানান, আনারস প্রতীক নিয়ে আমার বাবা ছয় বার (৩৫ বছর) জয়লাভ করে (লক্ষিচাপবাসীর) জনগণের সেবা করেছেন। আমার বাবার দোয়া ও জনগণের ভালোবাসায় চতুর্থবারের মতো আমিও লক্ষিচাপ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। চেষ্টা করবো ইউনিয়নের অসহায় মানুষের পাশে থাকার।