• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে ফাইজারের টিকা পেয়ে খুশি এইচএসসি পরীক্ষার্থীরা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১  

নীলফামারীতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ এর জন্য ফাইজার টিকা প্রদান শুরু হয়েছে। আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার আগে করোনা প্রতিরোধে ফাইজারের টিকাগ্রহণ করতে পেরে বেশ খুশি পরীক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার(১৮ নভেম্বর/২০২১) সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারী সরকারী কলেজে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন অধ্যক্ষ দিদারুল ইসলাম। এসময় জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোহেল, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শায়লা ইসলাম উপস্থিত ছিলেন। 

মেডিক্যাল অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, নীলফামারী সদরের ৩ হাজার ৪০১জন শিক্ষার্থীকে প্রথম পর্যায়ে ফাইজারের করোনা ভ্যাকসিন দেয়া হবে। উদ্বোধনী দিনে বেলা ৩টা পর্যন্ত ৭১৯ জন এইচএসসি পরীক্ষার্থী এই টিকা গ্রহন করে। এরমধ্যে ২৮৪ জন মেয়ে ও ৪৩৫ জন ছেলে রয়েছে। এছাড়াও পর্যায়ক্রমে জেলার ৬ উপজেলার সব কলেজের শিক্ষার্থীদের এই টিকা প্রদান করা হবে আগামী ২৫ নবেম্বরের মধ্যেই। এরপর আগামী মাসের ২১তারিখ থেকে শুরু করা হবে দ্বিতীয় ডোজ।