• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৪   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১  

নীলফামারী সদর উপজেলার কুন্দুরপুর ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ চারজন নিহত হয়েছেন। বুধবার সকালে ওই ইউনিয়নের বউ বাজার রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার কুণ্ডপুকুর ইউনিয়নের ৩০ বছর বয়সী শামীম হোসেন, আট বছরের লীনা, সাত বছরের  মিনা ও চার বছরের মোমিনুর রহমান। তিন শিশুকে বাঁচাতে গিয়ে শামীম নিহত হয়েছেন বলে জানা গেছে। তিনি সেখানকার লাইনম্যান।

স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস বলেন, রেললাইনের ওপর খেলছিল ওই তিন শিশু। এ সময় খুলনা মেইল ট্রেন আসতে দেখে তাদের লাইন থেকে সরাতে যান শামীম। তবে চারজনই ট্রেনে কাটা পড়ে নিহত হন। এ দুর্ঘটনার পর চিলহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ৯টার দিকে এ এলাকায় পৌঁছালে স্থানীয়রা ট্রেনটি আটকে দেয়।