• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে বিশ্ব মানবাধিকার দিবস-২০২১ পালন 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১  

সামনে রেখে হেকস্ ইপার এর সহযোগিতায়  ঠাকুরগাঁওয়ে বিশ্ব মানবাধিকার দিবস-২০২১ পালন করেছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রেমদীপ প্রকল্প । শুক্রবার সকালে ঠাকুরগাঁও  প্রেমদীপ প্রকল্পের সদর অফিস হতে সামাজিক দুরত্ব বজায় রেখে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে ঠাকুরগাঁও প্রেমদীপ প্রকল্পের অফিসের সামনে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব ও সভায় স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও প্রেমদীপ প্রকল্পের এ্যাডভোকেসি অফিসার মোঃ সুজন খান। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা এনএনএমসির সদস্য মোঃ আসরাফ হোসেন, এছাড়াও বক্তব্য রাখেন প্রেমদীপ প্রকল্পের  টিভেট এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অফিসার মোঃ শাহীন, জেলা এনএনএমসির সম্পাদক রাজু বাসফোর,আদিবাসী ছাত্র পরিষদ এর সম্পাদক শান্ত হাসদা, এছাড়াও বক্তব্য রাখেন যুব দলের সদস্য দিপিকা রানী । সভাটি সঞ্চালনা করেন প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার মোছাঃ ঝর্না বেগম। সভায় আরো উপস্থিত ছিলেন আদিবাসী ,দালিত ও মূলশ্রোত ধারার প্রায় শতাধিক মানুষ ও প্রেমদীপ প্রকল্পের উন্নয়ন কর্মী বৃন্দ।

বালিয়াডাঙ্গী :
 'বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। শুক্রবার দুপুরে ইএসডিও'র আয়োজনে হেকস ইপারের সহযোগিতা র‌্যালি ও উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর, ইএসডিও'র রিভাইভ প্রকল্পের প্রজেক্ট অফিসার রুবী আকতার, উপজেলা অফিসার লাল বাবু, বড়বাড়ী ইউনিয়নের ইউপি সদস্য আরেফিন আলী, সাইফুল ইসলাম, রুমা আক্তার, নাজমা আক্তার, লাভলী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

পীরগঞ্জ:
‘সমতা, বৈষম্য হ্রাস করা এবং মানবাধিকারের অগ্রগতি’ এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। শুক্রবার বেসরকারী সংস্থা ইএসডিও’র ‘প্রমোশন অফ রাইটস্ অফ এথনিক মানোরিটি এন্ড দলিত ফর ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম’ (প্রেমদীপ) এর আয়োজনে ও এনএনএমসি’র সহযোগিতায় এ উপলক্ষ্যে ইএসডিও’র পীরগঞ্জ অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ইএসডিও’র পীরগঞ্জ অফিস চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক ওয়ালিউর রহামান ওলি এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, এনএনএমসি’র উপজেলা অ্যাভোকেসি প্লাটফর্মের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের পর্যবেক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা মুহিত ইবনে তাজ, আদিবাসী নেতা ফ্রান্সি বাস্কে, ভিডিসি’র সভাপতি রেখা রানী, সাধারন সম্পাদক লুকাস টুডু, পুজা রানী প্রমূখ।

রাণীশংকৈল:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ইএসডিও উপজেলা কার্যালয়ে গতকাল শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়।
দিবসটি পালনে র‌্যালী শেষে মানবাধিকার কমিশনের সভাপতি আহম্মেদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু আমাদের মানবাধিকার রক্ষা করেছে। আজ জীবন যুদ্ধে আপনার সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। সুশিক্ষিত না হলে নিজের অধিকার আদায় করতে পারবেন না। তিনি আরো বলেন,আজকে মানবাধিকার আপনার সাংবিধানিক অধিকার, তাই প্রধানমন্ত্রী শিক্ষা, স্বাস্থ্য,বাসস্থান সহ সকল ক্ষেত্রে মানুষের অধিকার বাস্তবায়ন করে চলছেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রকল্প সমন্বয়কারি সেরাজুস সালেকিন।  ইএসডিও প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার খাইরুল আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মদ, মোবারক আলী, কুশমত আলী, আদিবাসি ভিসিডি সভাপতি সিংরাই স্মরেন মানিক প্রমুখ।