• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীতে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান শুরু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১  

নীলফামারীতে জেলায় ১২ থেকে ১৭ বয়সি স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকাপ্রদান কর্মসূচির শুরু হয়েছে।

সোমবার(১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলা সদর উপজেলা স্বাস্থ্য কমপেক্স চত্বরে এটির উদ্বোধণ করেন জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী পৌর মেয়র ও জেলাআওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির। প্রথম দিনে জেলায় স্থাপিত তিনটি সেন্টারে ৩ হাজার শিক্ষার্থীকে এই টিকা দেয়া হয়। 

জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির জানান, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।

প্রথম দিনে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাবেয়া বিদ্যানিকেতন, ছমিরউদ্দিন স্কুল এন্ড কলেজ ও সৈয়দপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নবম,দশম ও ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের প্রথম পর্যায়ে ফাইজারের টিকা প্রদান করা হবে। প্রর্যায়ক্রমে উপজেলায় টিকা কার্যক্রম দ্রæত শুরু হবে।