• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

নীলফামারীতে পুরস্কৃত হলেন ২৫০জন আনসার ভিডিপি সদস্য

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১  

ভালো কাজের স্বীকৃতি স্বরুপ নীলফামারীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৫০জন সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার(২৩ ডিসেম্বর) দুপুরে শিল্পকলা অডিটোরিয়ামে জেলা সমাবেশে পুরস্কার হিসেবে তাদের সাইকেল, সেলাই মেশিন, ছাতা ও কাঁচের মগ দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি’র রংপুর রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মোজাহেদুল ইসলাম, জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, অবসরপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট বীর মুক্তিযোদ্ধা কেফায়েত হোসেন। জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এতে ছয় উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন।

জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী জানান, করোনাকালীন ৫হাজার লিফলেট, ৩হাজার মাস্ক, ৫’শ হ্যান্ড স্যানিটাইজার, ৩’শ অস্বচ্ছল র্ভিডিপি সদস্যকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া করোনা ভ্যাকসিন কার্যক্রমের নিরাপত্তায় ৪৬০০জনকে মোতায়েন করা হয়েছে। বর্তমানে জেলার ৪০টি গুরুত্বপুর্ণ সংস্থায় ৩৯৫জন আনসার অঙ্গীভুত হয়ে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছে।

তাদের ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ১৫জনকে সাইকেল, ৪জনকে সেলাই মেশিন, ২৪জনকে ছাতা এবং ২০৭জনকে কাঁচের মগ তুলে দেন অতিথিগণ।