• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

ডোমারে মসজিদের পাশে ময়লা ফেলার প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১  

নীলফামারীর ডোমারে মসজিদের পাশে ময়লা ফেলার প্রতিবাদ করায় মজির উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার হরিনচড়া ইউনিয়নের সোনারায় কলোনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, পশ্চিম হরিণচড়া কলোনীপাড়া ওয়াক্তিয়া মসজিদ ও মাদ্রাসার সীমানা নিয়ে স্থানীয় জাহানুর ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছিল মজির উদ্দিনের। শনিবার দুপুরে জাহানুর ইসলামের স্ত্রী ফেন্সি বেগম ও তার ছেলে মতিউর রহমান মসজিদের পাশে জমিতে ময়লা ফেলেন। জোহরের নামাজ শেষে মজির উদ্দিন মসজিদ থেকে বের হয়ে দেখতে পান মসজিদের পাশে ময়লা ফেলা হয়েছে। 

এ নিয়ে তিনি প্রতিবাদ করলে কলোনীপাড়া এলাকার জাহানুর ইসলামের স্ত্রী ফেন্সি বেগম ও তার ছেলে মতিউর রহমান মজির উদ্দিনকে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। লাঠির আঘাতে মজির উদ্দিনের নাক দিয়ে রক্ত বের হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় অভিযুক্ত ফেন্সি ও তার ছেলেকে আটক করা হয়েছে।