• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীর দুই উপজেলার ২২ ইউপি চেয়ারম্যান শপথ নিলেন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১  

নীলফামারী সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও জলঢাকা উপজেলার ১১ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানগন শপথ নিলেন। সোমবার বেলা ১২টার দিকে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। 

শপথের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোখলেছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, জেলা নির্বাচন জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার ও জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। 

অপরদিকে একইদিন বিকাল ৩টায় উক্ত ইউনিয়নগুলোর নবনির্বাচিত সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যগণদের উপজেলা পরিষদ হলরুমে শপথবাক্য পাঠ করার স্ব স্ব নির্বাহী কর্মকর্তা। 

উল্লেখ যে, দ্বিতীয়ধাপে গত ১১ নবেম্বর সদর উপজেলার ১১টি ইউনিয়নের এবং তৃতীয়ধাপে ২৮ নবেম্বর জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়নের ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।