• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

ডিমলায় ঘোড়দৌড়ে তৃতীয় হলেন ৫২ বছরের অন্তর রায় 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১  

নীলফামারীর ডিমলা উপজেলার আকাশকুড়ি গ্রামে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তৃতীয় হয়েছেন ৫২ বছর বয়সী অন্তর রায়। পুরস্কার হিসেবে পেয়েছেন দুই হাজার টাকা।

প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা আটটি ঘোড়া অংশ নেয়। এতে প্রথম হয় কিশোর বেলাল হোসেনের (১২) ঘোড়া। দ্বিতীয় হয়েছে ১০ বছর বয়সী জিৎ রায়। পুরস্কার হিসেবে তারা যথাক্রমে ১০ হাজার ও সাত হাজার টাকা পেয়েছে।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় উপভোগ করতে আশপাশের উপজেলার হাজারো নারী-পুরুষ ও শিশুরা ভিড় করেন।

হাতিবান্ধা থেকে আসা মতিউর রহমান বলেন, ঘাড়দৌড় প্রতিযোগিতা দেখে আমার খুবই ভালো লেগেছে। জীবনে এই প্রথম ঘোড়দৌড় দেখলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাউতারা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আশিক ইমতেয়াজ মোর্শেদ মনি। সভাপতিত্ব করেন সাবেক ইউপি মেম্বার মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত ইউপি মেম্বার ইয়াছিন আলী।