• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

সৈয়দপুরে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২২  

নীলফামারীর সৈয়দপুরে তিনদিন ব্যাপি ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল (৫ জানুয়ারি) সোমবার বিকাল ৫ টায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার সমাপ্তি ঘটে।

সৈয়দপুর মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর সরকারি বিজ্ঞাণ কলেজের অধ্যক্ষ গোলাম মোঃ ফারুক। বক্তব্য রাখেন একাডেমিক সুপার ভাইজার আনোয়ার হোসেন ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

মেলায় মাধ্যমিক পর্যায়ের সিনিয়র, জুনিয়র ও বিশেষ গ্রুপ মিলে ১৭ টি শিক্ষালয় অংশগ্রহণ করেন। এতে সিনিয়র গ্রুপের প্রথম স্থান অর্জন করেন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজ, ২য় স্থানে সৈয়দপুর সরকারি বিজ্ঞাণ কলেজ ও ৩য় স্থান অর্জন করেন, লায়ন্স স্কুল এন্ড কলেজ ।

জুনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করেন, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ২য় স্থানে লায়ন্স স্কুল এন্ড কলেজ ও ৩য় স্থানে, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ।

বিশেষ গ্রুপে সৈয়দপুর সায়েন্স ক্লাব ১ম ও সৈয়দপুর উপজেলা বিজ্ঞাণ ক্লাব, লক্ষণপুর স্কুল ও কলেজ ২য় স্থান অর্জন করেন।
পুরস্কার হিসেবে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে মোট ৮টি ক্রেস্ট প্রদান করা হয়।

সৈয়দপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলা গত ৩-৫ জনিুয়ারি অনুষ্ঠিত হয়।