• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে আইসিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২  

দেশের বেকারত্ব দূরীকরণে আইটি সেক্টরে প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি কারিগর তৈরীর লক্ষ্যে নীলফামারীতে আইসিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় নীলফামারী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে সেমিনারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম। 

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার রতন চন্দ্র রায়, নেক্টবাংলা আইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদুজামান অন্তর, ব্যবস্থাপনা পরিচালক জাহিদা সুলতানা ও মহাব্যবস্থাপক সাবির হোসেন উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে আবেদনকারী তিনশত জন অংশগ্রহনকারীর মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে ৫০ জনকে নির্বাচিত করা হয়। নির্বাচিত এই ৫০ জন নেক্সট বাংলার সৌজন্যে তিনটি প্রশিক্ষন কোর্স বিনামূল্যে করতে পারবেন। #