• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে জেলা প্রশাসন জাদুঘরে বঙ্গবন্ধু গ্যালারিরল উদ্বোধন   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২  

নীলফামারীতে জেলা প্রশাসন জাদুঘরে বঙ্গবন্ধু গ্যালারিরল উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই গ্যলারির উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আব্দুর রহমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম প্রমুখ।

এর আগে বিকালে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর নীলফামারী সরকারি কলেজের প্রধান ফটকের উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল দপ্তরের ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওই ফটক উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. দিদারুল ইসলাম ও উপাধ্যক্ষ মাহবুবুর রহমান ভুঁইয়া, শিক্ষা প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ প্রমুখ।