• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

‘নীলফামারীবাসীর সহযোগিতা আমি ভুলব না’ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২  

‘একজন সরকারি কর্মচারী হিসেবে সরকার আমাকে এখানে পাঠিয়েছিল। নীলফামারীবাসী যে আন্তরিকতা ও মানসিকতা নিয়ে আমাকে সহযোগিতা করেছে আমি তা ভুলব না।’ 

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে নীলফামারী পৌরসভার সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য যুগ্ম সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী এসব কথা বলেন। 

তিনি জানান, আগামীকাল শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নীলফামারীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব ও কৃষিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার ইয়াসির আরেফিন। 

নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা ও সচিব মশিউর রহমান। 

অনুষ্ঠানে মেয়র দেওয়ান কামাল আহমেদ বিদায়ী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, তার সময়ে যথাযথ তদারকির ফলে সরকারি-বেসরকারি সকল বিভাগ সমন্বিতভাবে কাজ করেছে। পরে বিদায়ী জেলা প্রশাসককে নীলফামারী পৌরসভার মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে নিয়োগ পান।