• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ডিমলায় `দশটি বীর নিবাস` নির্মাণ কাজের উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২২  

ডিমলা উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার হিসাবে ১০টি বীর নিবাস নির্মাণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলার  সদর ইউনিয়নের পুরান থানা গ্রামে নীলফামারীর-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন। 

সুত্র মতে  মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় ২০২১-২২ অর্থ বছরে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প 'বীর নিবাস' এর কার্যক্রমের উপজেলার ১০টি নিবাসের । প্রতিটি নির্মানে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৫ হাজার।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা  বেলায়েত হোসেন ,উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক কমান্ডার সামছুল হক প্রমুখ।