• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সারাদেশের সেরা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২২  

দৈনিক স্বাস্থ্যসেবা, কমিউনিটি ক্লিনিক, করোনা প্রতিশোধক টিকা প্রদানসহ সামগ্রিক বিষয়ে সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে হেলথ সিস্টেমস স্ট্রেন্থেনিং (এইচএসএস) স্কোরিং-এ প্রথম স্থান অর্জন করেছে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্কোরিং এর ফলাফল হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তপন কুমার রায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের চিকিৎসা ও ওষুধ নিশ্চিতকরণ, নরমাল ডেলিভারি ও সিজারিয়ান বিভাগ চালু করেন তিনি। সরকারি নির্দেশনা মোতাবেক শতভাগ করোনা টিকা প্রদানের লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। কমিউনিটি ক্লিনিকগুলোতে জবাবদিহিতার সঙ্গে সেবাগ্রহীতাদের স্বাস্থ্যসেবা প্রদান করছেন স্বাস্থ্যকর্মীরা। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ পরিস্কার পরিচ্ছন্নতা, মা ও শিশু ওয়ার্ড চালু, মুজিব কর্নার ও পাঠাগার চালু করা হয়েছে।

তিনি আরো জানান, সার্বিক বিষয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা ও বিভাগীয় পর্যায়ে একাধিকবার প্রথম স্থান অর্জন করেছে। এবার দেশের মধ্যে এইচএসএস স্কোরিং-এ প্রথম স্থান অর্জন করায় স্বাস্থ্য কমপ্লেক্সের সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ। স্বাস্থ্যসেবার মান আরো বৃদ্ধি করতে সবার সহযোগিতা কামনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।