• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

জলঢাকায় হঠাৎ ঝড়ে প্রাণ গেল বৃদ্ধের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২২  

নীলফামারীতে হঠাৎ ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টিতে গাছের ডাল ভেঙে বীরন্দ্র নাথ রায় নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বীরন্দ্র নাথ রায় জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের রথের ডাঙা এলাকার বাসিন্দা। গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে  কিশোরগঞ্জ উপজেলা দেবীর ডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে হঠাৎ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি চলাকালে মোটরসাইকেলে করে পার্বতীপুর যাচ্ছিলেন বীরেন্দ নাথ। এ সময় রাস্তার পাশের গাছের ডাল ভেঙে মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত বীরেন্দ নাথের ছেলে নিরাঞ্জন রায় রঞ্জু বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠায়।পরে রাতে হাসপাতাল থেকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।