• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

সৈয়দপুরে নির্মিত হচ্ছে আশ্রয়ণের ৪৫ ঘর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২  

নীলফামারীর সৈয়দপুর তৃতীয় ধাপে নির্মিত আশ্রায়ণ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে এ উপজেলায় আরো ৪৫টি  ঘর নির্মাণ করা হচ্ছে। উপজেলার বাঙালীপুর ইউনিয়নের  লক্ষণপুর চড়ক পাড়ায় কদমতলী বাজার সংলগ্ন এলাকায় ১ একর ৯০ শতক জমির উপরে ওই ঘর নির্মাণ করা হচ্ছে।  নির্মিত ঘরগুলো ওই ইউনিয়নের ভূমিহীন পরিবারের মাঝে ভূমিসহ ঘর বরাদ্দ দেওয়া হবে।

তৃতীয় ধাপে নির্মানাধীন আশ্রায়ণ প্রকল্প ইতোমধ্যে পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। পরিদর্শনকালে চলমান কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার এর প্রত্যক্ষ তত্বাবধানে দ্রুত গতিতে এগিয়ে চলেছে এ প্রকল্পের কাজ। সমানতালে তদারকি করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারাও।

আজ (২৭ ফেব্রুয়ারি) রবিবার উপজেলার বাঙালীপুর ইউনিয়নের প্রকল্প এলাকাসমুহ ঘুরে দেখা যায়, বেশিরভাগ ঘরের নির্মাণ কাজ কোথাও ২৫ ভাগ, কোথাও ৪০ ভাগ আবার কোথাও ৫০ ভাগ ইটের কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য যেমন রয়েছে উপজেলা প্রশাসনের তদারকি তেমনি ব্যস্ততায় নির্মাণ কর্মীরাও।

তৃতীয় পর্যায়ে আশ্রায়ণ প্রকল্পের ৪৫টি নির্মাণাধীন প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার। এতে মোট ব্যায় হবে ১কোটি ৮০ লক্ষ টাকা। এ কাজের দায়িক্তে রয়েছেন উপজেলা বাস্তবায়ন কমিটি।  

এ প্রসঙ্গে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হুসাইন জানান, তৃতীয় পর্যায়ের ৪৫টি  ঘরের কাজ এগিয়ে চলেছে। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের জন্য আমরা সর্বদা সচেষ্ট। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষে  প্রকৃত গৃহহীন সুবিধাবঞ্চিত মানুষদের ঘর বুঝিয়ে দিবো ইনশাআল্লাহ।