• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মার্চ ২০২২  

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইউনুছ আলী (৪৮) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ মার্চ) বিকালে উপজেলার বড়ভিটা উনিয়নের মেলাবর মৌলভীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউনুছ ওই গ্রামের মৃত্যু মন্সুর আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের চাচাতো ভাই আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,পাশের বাড়ির ওয়াহেদ আলীর পরিবার অবৈধ বিদ্যুৎ সংযোগে বোরা ও ভুট্টা ক্ষেতে সেচ কার্যক্রম চালাতো। ইউনুছ আলী ক্ষেতে গিয়ে সেচ দেওয়ার সময় ঝুলন্ত তার গলায় অসাবধানতাবসত জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি বুঝতে পেরে ওয়াহেদ আলীর স্ত্রী সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ সময় প্রতিবেশীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথেই মারা যান তিনি।

বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম শরীফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।