• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সৈয়দপুরে দুই ছাত্রের উদ্যোগে মেস মনিটর অ্যাপ তৈরি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২  

দুই তরুণ একটি নতুন অ্যাপ তৈরি করে সবাইকে চমকে দিয়েছেন।  তারা সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্র। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুই কীর্তি শিক্ষার্থী হচ্ছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ষষ্ঠ ব্যাচের ছাত্র মো. হাদিউজ্জামান (২৪) ও আবদুর রাজ শাফি (২৪)। হাদির বাবার নাম মো. আহেদুল ইসলাম, তার গ্রামের বাড়ি রংপুরের উত্তর কামদেবপুর।  শাফির পিতার নাম মকছেদুল আলম। তার গ্রামের বাড়ি কালীগঞ্জের ডিমলা উপজেলায়। 

এ দুই ছাত্রের উদ্যোগে এবং দীর্ঘদিন পরিশ্রম করে মেস মনিটর অ্যাপ তৈরি করেছেন। এ মেস মনিটর অ্যাপ দিয়ে সারা পৃথিবীর মেস বা হোস্টেলকে কোনো রকম কাগজকলমের ব্যবহার ছাড়াই বেশ কিছু ফিচারের মাধ্যমে খুব সহজে পরিচালনা করা সম্ভব। এ বিষয়ে কথা হয় ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. মামুন হোসেনের সঙ্গে। তিনি বলেন, ছাত্রদ্বয়ের মেস মনিটর অ্যাপ তৈরি করাতে আমি মুগ্ধ হয়েছি। 

তিনি আরও বলেন, আমি মনে করি, শিক্ষার্থীরা অ্যাপটি ব্যবহারের মাধ্যমে তাদের মূল্যবান সময় বাঁচিয়ে পড়াশোনার কাজে লাগাতে পারবে। অন্যদিকে ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন সমস্যাকে লক্ষ্য করে অ্যাপ বা সফটওয়্যার তৈরি করে যাচ্ছে। আইসিটি মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান এদের যদি সহযোগিতা করে তা হলে এরা দেশের চাহিদা পূরণ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আমার বিশ্বাস।