• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

সৈয়দপুরে মিটার গেজের দুটি কোচ লাইনচ্যুত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২  

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতকৃত মিটার গেজের দুটি কোচ লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনাকবলিত কোচ দুটির মধ্যে একটি প্রথম শ্রেণির ও অপরটি শোভন চেয়ার শ্রেণির কোচ।

ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ হেবি রিপিয়ারিং (সিএইচআর) শপে কোচ দুটি মেরামত শেষে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হচ্ছিল।

বুধবার বিকেল ৩টার দিকে কারখানা থেকে পার্বতীপুর যাওয়ার পথে সৈয়দপুর স্টেশনের দক্ষিণ প্রান্তে ইয়ার্ড লাইন থেকে কোচ দুটি লাইনচ্যুত হয়।

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সুলতান মৃধা জানান, ভারী বর্ষণের কারণে স্টেশনের মিটারগেজ ইয়ার্ড লাইনটি চলাচলের অনুপযোগী ছিল। ইঞ্জিনসহ তিনটি কোচ নিয়ে ঐ রেলপথে যাওয়ার সময় মাঝখানের শোভন চেয়ার ও প্রথম শ্রেণির দুটি কোচ লাইনচ্যুত হয়। পার্বতীপুর থেকে উদ্ধারকারী হাইড্রোলিক টুল ভ্যান এসে লাইনচ্যুত কোচ দুটি উদ্ধার করা হবে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ হেবি রিপিয়ারিং শপের ইনচার্জ প্রকৌশলী মো. সোহেল রানা জানান, এ শপে শ্রমিকরা কোচ তিনটি মেরামত করে চলাচলের উপযোগী করেছে। এসব কোচ ঈদে বিশেষ ট্রেন ও বিভিন্ন মিটারগেজ লাইনে চলাচলকারী ট্রেনের সঙ্গে সংযোগ করা হবে। বুধবার বিকেলে রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে কোচ তিনটি হস্তান্তরের লক্ষ্যে পার্বতীপুরে পাঠানো হচ্ছিল।