• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

প্রতারণা মামলায় জামিন পেলেন সৈয়দপুর পৌর মেয়র 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২  

প্রতারণা মামলায় পাঁচ হাজার টাকার বন্ডে আদালত থেকে জামিন পেয়েছেন নীলফামারীর সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আখতার জাহান।

বুধবার (২০ এপ্রিল) উচ্চ আদালতের নির্দেশে নীলফামারী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক মো. জাহেদুল হক তার জামিন মঞ্জুর করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাড. নুর আসাদুজ্জামান মিশন জানান, মেয়র রাফিকা আখতার জাহান প্রতারণার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। হাইকোর্টের নির্দেশে বুধবার নীলফামারী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক আগামী ১৫ জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এবং বিজ্ঞ আদালত আগামী ১৫ জুন মেয়রকে হাজির হতে সমন জারি করেন।
উল্লেখ, সৈয়দপুর শহরের বাঙালিপুর নিজপাড়ার গাউসুল আযম ফারুকির নিজ বাসার লিফটের নকশা অনুমোদন দেওয়ার নামে মেয়র তার কাছ থেকে এক লাখ টাকার চেক নেন। এরপরও নকশা অনুমোদন না দেওয়ায় ফারুকি সৈয়দপুর আমলী আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তে সিআইডিকে নির্দেশ দিলে সিআইডি পরিদর্শক একেএম খন্দকার মহিবুল দীর্ঘ তদন্ত শেষে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় গত ২৮ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করেন।