• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

নীলফামারীতে দুই লাখ ৩৪ হাজার পরিবারকে ভিজিএফর চাল বিতরন শুরু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২  

আসন্ন রমজানের ঈদকে ঘিরে নীলফামারীতে সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ভার্নারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) আওতায় জেলায় সরকারের বিনামুল্যে চাল বিতরন শুরু হয়েছে। এতে প্রত্যেক (কার্ডধারী) পরিবার ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। সুফলভোগীদের মধ্যে জেলার ৬০টি ইউনিয়নে দুই লাখ ২০ হাজার ২৮৬ জন এবং চার পৌরসভায় ১৩ হাজার ৮৬৩ পরিবার রয়েছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম  জানান, আগামী ২৮ এপ্রিলের মধ্যে চাল বিতরন শেষ করা হবে। এ জন্য রবিবার (২৪ এপ্রিল) থেকে জেলায় চাল বিতরণ শুরু করা হয়েছে। প্রত্যেক সুফলভোগির মধ্যে এবার ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। 

সূত্রে জানা যায়, ছয় উপজেলার মধ্যে ডিমলায় ৪১ হাজার ২১, জলঢাকায় ৪৩ হাজার ৪১১, কিশোরীগঞ্জে ২৬ হাজার ১৫২, ডোমারে ৩৪ হাজার ৪৯৭ জন, নীলফামারী সদরে ৫৫ হাজার ২৩৩ ও সৈয়দপুরে ১৯ হাজার ৯৭২ পরিবার রয়েছেন। এছাড়া চার পৌরসভার মধ্যে নীলফামারী পৌর সভায় ৪ হাজার ৬২১, সৈয়দপুরে ৪ হাজার ৬২১, জলঢাকায় ৩ হাজার ৮১ এবং ডোমারে ১ হাজার ৫৪০ জন রয়েছেন। দশ কেজি হিসাবে দুই হাজার ৩৪১ দশমিক ৪৯ মেট্রিক টন চাল বিতরণ চলছে। এর মধ্যে ছয় উপজেলায় দুই হাজার ২০২ দশমিক ৮৬০ মেট্রিক টন এবং চার পৌরসভায় রয়েছে ১৩৮ দশমিক ৬৩০ মেট্রিক টন চাল।