• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ডোমার ও ডিমলা উপজেলার ১৬জন বীরাঙ্গনাকে ঈদ উপহার প্রদান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২  

নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলার ১৬জন বীরাঙ্গনাকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলা ফাউন্ডেশন’ এর উদ্যোগে উপজেলা শহরের চিকনমাটি এলাকাস্থ শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগার প্রাঙ্গণে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ডিন ড. আবু মো. দেলোয়ার হোসেনের পৃষ্ঠপোষকতায় বীরাঙ্গনা সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ঈদ উপহারে ডোমার ও ডিমলা উপজেলার ১৬জন বীরাঙ্গনাকে নগদ অর্থ, শাড়ি ও খাদ্য সহায়তা হিসেবে চাল, আটা, চিনি, দুধ ও সেমাই প্রদান করা হয়। 

অনুষ্ঠানে শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আওরঙ্গজেব করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুননবী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের সাধারণ সম্পাদক আনজারুল হক, অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক আল আমিন রহমান প্রমুখ।