• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

ডিমলায় ৮ মাসের শিশু সন্তানকে রেখে মায়ের আত্মহত্যা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মে ২০২২  

নীলফামারীতে টাকা নিয়ে স্বামীর সঙ্গে কলহের জেরে ইঁদুর মারার ওষুধ খেয়ে নয়নবালা (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নয়নবালা ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহানন্দের স্ত্রী। তার ৮ মাস বয়সী একটি কন্যাশিশু রয়েছে।

শুক্রবার (১৩ মে) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মহানন্দের বড় ভাই আনন্দ রায় জানান, সকাল থেকে স্বামী-স্ত্রীর মধ্যে টাকা নিয়ে ঝগড়া হচ্ছিল। এক পর্যায়ে মহানন্দ বাজারে চলে যান। এরই এক ফাঁকে সবার অগোচরে ইঁদুর মারার ওষুধ খান নয়নবালা। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিশ্বদেব রায় জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।