• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মে ২০২২  

নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার(২২ মে) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ওই সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

এ সময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোজাম্মেল হক রাসেল প্রমুখ।
পরে জেলা প্রশাসক সেবা গ্রহিতা ভূমি মালিকদের হাতে জমির পরচাসহ তাদের চাওয়া বিভিন্ন কাগজ হস্তান্তর করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের এসএ শাখার নাজির মো. খালেকুজ্জামান বলেন, ‘গত ১৯ মে সারা দেশে এক সঙ্গে ভুমি সপ্তাহ শুরু হয়েছে।  নীলফামারী জেলায় আজ রবিবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সপ্তাহ চলবে সোমবার পর্যন্ত। এখানে জমির খারিজ, অনলাইনে খাজনা, অর্পিত সম্পত্তির লিজ নবায়ন, রেকর্ড রুমের খতিয়ান, ভূমি সংক্রান্ত বিভিন্ন আবেদনের শুনানী, ই-রেজিস্ট্রেশন, ই-মিউটেশনসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। গত ১৯ মে থেকে এ যাবত প্রায় ৪০০ জন ভূমি মালিককে বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে।