• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মে ২০২২  

নীলফামারীতে জেলা পর্যায়ে ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা-২০২২’ শুরু হয়েছে। রবিবার সকালে নীলফামারী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম। 

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে জেলা কালচারাল অফিসার কে এম আরিফুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম বক্তব্য দেন। 

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা জানান, ৩০টি ইভেন্টে ২৩৭ জনকে পুরস্কৃত করা হবে জেলা পর্যায়ে। জেলা পর্যায়ে প্রথম স্থান লাভকারী শিশুরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। 

তিনটি গ্রুপে (ক, খ, গ) জেলার ছয় উপজেলার ৭১১ জন এই প্রতিযোগীতায় অংশ নিচ্ছে। বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে নীলফামারীতে জেলা পর্যায়ে দু’দিন ব্যাপী এই প্রতিযোগীতা সোমবার শেষ হবে।