• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সৈয়দপুর-কক্সবাজার রুটে সব ফ্লাইট স্থগিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জুন ২০২২  

দুই মাসের জন্য সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট স্থগিত করছে কর্তৃপক্ষ। বুধবার (০৮ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ সূত্রে জানা যায়, গত ৫ জুন থেকে হজ ফ্লাইট চালু হয়েছে। এর কারণে হজ যাত্রীদের গন্তব্যে আনা নেওয়ার সুবিধা বাড়াতে এই রুটে সব ফ্লাইট দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। আগামী ১৩ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত সৈয়দপুর-কক্সবাজার রুটে ফ্লাইট সেবা পাবে না যাত্রীরা। ৪ আগস্টের পর থেকে পুনরায় সেবা পাবে যাত্রীরা।

বিমান বাংলাদেশ সৈয়দপুরের ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, হজ যাত্রীদের সুবিধায় ১৩ জুন থেকে থেকে সৈয়দপুর-কক্সবাজার রুটে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আগামী ৪ আগস্ট থেকে পুনরায় চালু হবে। সাময়িক এই সমস্যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।